সিনিয়র ফাইন্যান্স কন্ট্রোলার (আর্মি) অফিসের সামগ্রিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বিদ্যমান ০৭ (সাত)টি শাখার কার্যক্রমঃ
ক্রঃ নং |
শাখা |
কার্যক্রম |
০১. |
জি-৩ (প্রশাসন) শাখা |
জি-৩ শাখার মাধ্যমে নিম্নবর্ণিত কার্যাবলী সম্পাদন করা হয়ে থাকেঃ ১. সংস্থাপন তালিকা প্রণয়ন ও সংরক্ষণ। |
০২. |
রেকর্ড শাখা |
এ শাখার মাধ্যমে অন্যান্য অফিস হতে প্রাপ্ত সকল প্রকার চিঠিপত্র গ্রহণ করা হয় ও শাখাভিত্তিক বিতরণ করা হয় এবং শাখা হতে প্রাপ্ত চিঠিপত্রাদি অন্যান্য সকল অফিসে প্রেরণ করা হয়। |
০৩. |
জি-২ শাখা |
বেতন ভাতা ও পেনশন ব্যবস্থাপনা এ কার্যালয়ের অন্যতম দায়িত্ব। এছাড়া জি-২ শাখার উপর অর্পিত প্রধান দায়িত্বগুলো হল: - ১. কর্মচারীদের চাকুরী বহি সংরক্ষণ, প্রতিপাদন এবং এ বিষয়ে প্রযোজ্য আনুষাঙ্গিক কার্যাবলী। ৩. এ কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের আর্থিক দাবী সংশ্লিষ্ট দায়িত্বাবলী (বেতনভাতা, চিত্ত বিনোদন ছুটি, টাইমস্কেল, ছুটি মঞ্জুরী, পিআরএল, পে-স্কেল ইত্যাদি) ৪. এ কার্যালয় এবং এর অধীনস্থ কার্যালয়সমূহের কর্মকর্তা কর্মচারীদের বিভিন্ন মঞ্জুরী ও দাবী অনুমোদন সংক্রান্ত কার্যাবলী (জিপিএফ অগ্রিম, জিপিএফ চুড়ান্ত, গড় বেতনের ছুটি, পাসপোর্ট ,ভ্রমণ ব্যয়ের বিল ইত্যাদি)। |
০৪. |
হিসাব শাখা |
হিসাব ব্যবস্থাপনায় জড়িত হিসাব শাখার প্রধান কাজগুলো নিম্নরূপঃ- ক) মাসিক আয় ব্যয়ের হিসাবের সম্মিলিত সারাংশ প্রস্ত্ততকরণ। বর্তমানে iBAS++ এর মাধ্যমে প্রাপ্ত হিসাব ক্লোজ করে সিজিডিএফ কার্যালয়ে প্রেরণ করা হয়। খ) বহির্গামী বিনিময় হিসাব প্রস্ত্ততকরণ। গ) গৃহনির্মাণ ও অন্যান্য অগ্রিমসমূহের প্রতিবেদন প্রস্ত্ততকরণ। ঘ) মাসিক খরচের প্রতিবেদনের সহিত মাসিক আয় ব্যয়ের হিসাব যাচাইকরণ। ঙ) সেনাবাহিনীর নির্বাহী কর্তৃপক্ষের সাথে খরচের হিসাব মিলকরণ। চ) বিবিধ কার্যাবলী। |
০৫. |
জি-১ শাখা |
জি-১ শাখার প্রধান কাজগুলো নিম্নরূপঃ- ক) এ কার্যালয়ের বিপরীতে চলতি ব্যাংক হিসাব থেকে অর্থ উত্তোলন ও বিতরণ । খ) ক্রয় সম্পাদন ও তদনুযায়ী কোডভিত্তিক হিসাব সংরক্ষণ। গ) ক্রয়কৃত সম্পদ এর তালিকা মজুদ রেজিষ্টারে লিপিবদ্ধ করার মাধ্যমে সম্পদের সুরক্ষা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিতকরণ। ঘ) এ কার্যালয়ের গাড়ি রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কাজ। ঙ) নির্দেশিত কিছু ইউটিলিটি বিলসহ অন্যান্য বিল প্রস্ত্ততকরণ ও পরিশোধের রুটিন কাজ। |
০৬. |
কো-অর্ডিনেশন শাখা |
সেনাবাহিনীর আর্থিক পরামর্শ প্রদান সংক্রান্ত কার্যক্রম এসএফসি (আর্মি) কার্যালয়ের একটি গুরুত্বপূর্ণ ও উল্লেখযোগ্য দায়িত্ব। এজন্য বিশেষায়িত ও একটি দায়িত্বশীল শাখা হলো কো-অর্ডিনেশন শাখা। এ শাখার উল্লেখযোগ্য দায়িত্বাবলী নিম্নরূপঃ ক) স্থানীয়/সরাসরি ক্রয়ের ক্ষেত্রে বিশেষ করে আর্মি এভিয়েশনের হেলিকপ্টারসমূহের প্রয়োজনীয় মেরামত/যন্ত্রাংশ ক্রয়ের ক্ষেত্রে সেনাসদরের চাহিদার প্রেক্ষিতে আর্থিক পরামর্শ প্রদান। খ) মিলিটারী ডেইরী ফার্মসহ তাজা রসদ ও এরূপ অন্যান্য যাবতীয় ক্রয় সংক্রান্ত বিষয়ে দরবৃদ্ধির প্রস্তাবনার ক্ষেত্রে আর্থিক পরামর্শ/সম্মতি প্রদান । গ) বিধি-বিধানের প্রয়োজনীয় সংশোধনীর ক্ষেত্রে মতামত প্রদান। ঘ) নীতিমালা প্রণয়নের ক্ষেত্রে মতামত প্রদান। ঙ) সেনাবাহিনীতে নিয়োজিত সকল কমিশনপ্রাপ্ত অফিসার, জেসিও, ওআর’দের বেতন ভাতা ও পেনশন সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত প্রদান। চ) পেনশন গণনার জন্য কমিশন প্রাপ্তির পূর্ব পর্যন্ত সেনা কর্মকর্তাদের বিগত/ক্যাডেট চাকুরী গণনা ও নিরীক্ষা করে, নিরীক্ষণ সনদ প্রদান। ছ) প্রতিরক্ষা মন্ত্রনালয়, সিজিডিএফ কার্যালয় এবং সেনাসদর হতে চাহিত বিভিন্ন বিষয়ের উপর মতামত প্রদান। |
০৭. |
এলএ শাখা |
স্থানীয় নিরীক্ষা (Local Audit) এলএ শাখার প্রধান কাজ। সেনাবাহিনীর ইউনিট/ফরমেশনের ষ্টোর/ক্যাশ একাউন্টস ও অন্যান্য বিষয়ের উপর স্থানীয় নিরীক্ষা/পরিদর্শনের বার্ষিক কর্মসূচী অনুমোদন ও বাস্তবায়ন এবং এসএসও রিভিউ কার্যক্রম পরিচালনা করা এলএ শাখার কাজ। |