এরিয়া ফাইন্যান্স কন্ট্রোলার (আর্মি), সিলেট কার্যালয়টি সিনিয়র ফাইন্যান্স কন্ট্রোলার (আর্মি) কার্যালয়ের প্রশাসনিক নিয়ন্ত্রণাধীন একটি অফিস হিসেবে যথাশীঘ্র আনুষ্ঠানিকভাবে দাপ্তরিক কার্যক্রম শুরুর জন্য অপেক্ষমান। অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ, প্রশাসন-২ অধিশাখা এর পত্র নং- ০৭.০৮২.০০.০০.২৮.০০২.২০১৭-৪৫৫, তারিখ: ২১/১০/২০১৮ খ্রি: এর মাধ্যমে এরিয়া এফসি (আর্মি), সিলেট কার্যালয় গঠনের জন্য এরিয়া ফাইন্যান্স কন্ট্রোলার ১ জন, ডেপুটি ফাইন্যান্স কন্ট্রোলার ১জন, সহকারী ফাইন্যান্স কন্ট্রোলার ১ জন, এসএএস অধীক্ষক ২ জন, অডিটর ১০ জন ও অন্যান্য পদের ৭ জনসহ ২২টি পদ সৃজনে সম্মতি জ্ঞাপন করা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর ক্রমবর্ধমান অগ্রগতির ধারাবাহিকতায় সিলেটে প্রতিষ্ঠিত নবগঠিত ১৭ পদাতিক ডিভিশন, সিলেট সেনানিবাস এর অধীনস্থ সকল ইউনিট/ফরমেশনসহ জালালাবাদ সেনানিবাস, সিলেট এ অবস্থিত এসআইএন্ডটি, প্যারা কমান্ডো ব্রিগেড এবং ৫২ পদাতিক ব্রিগেড এর অধীনস্থ ইউনিট/ফরমেশন সমূহের বেতন-ভাতা ব্যতিত যাবতীয় আর্থিক কর্মকাণ্ড, যেমন এটিজি, ইটিজি, অফিস কন্টিনজেন্সী, অপসমানি, ধৌত, ক্ষৌর ও দর্জি ঠিকাদারের বিল, স্থানীয় ক্রয় বিল ও অন্যান্য আনুষঙ্গিক বিল পাশ, অগ্রিম প্রদান ও সমন্বয়, ঠিকাচুক্তি সমীক্ষা, আর্থিক পরামর্শ প্রদান ও লোকাল অডিট কার্যক্রম পরিচালনার লক্ষ্যে এরিয়া এফসি (আর্মি), সিলেট কার্যালয় প্রতিষ্ঠার জন্য ইতোমধ্যেই এ কার্যালয়ে এরিয়া এফসি মহোদয়সহ ১ জন ডিএএফসি ও ২ জন অডিটর পদায়ন করা হয়েছে। পাশাপাশি সরকারী ব্যয় ব্যবস্থাপনা শক্তিশালীকরণ কর্মসূচী কর্তৃক সম্প্রতি প্রাতিষ্ঠানিক পরিচালন ইউনিট গ্রুপ/কোড ১১৯০৫০৫ এর অধীনে এ কার্যালয়ের অনুকূলে ফিল্ড অফিস প্রাতিষ্ঠানিক আইডি/কোড ১১৯০৫০৫১৪১৩৩৭ প্রদান করা হয়েছে।
অফিসের নাম |
টেলিফোন নাম্বার |
মোবাইল নাম্বার |
ই-মেইল নাম্বার |
হটমেইল নাম্বার |
আঞ্চলিক অর্থ নিয়ন্ত্রক (আর্মি) এর কার্যালয় সিলেট সেনানিবাস, সিলেট |
নাই |
নাই |
afcsylhet@cgdf.gov.bd |
নাই |