প্রতিরক্ষা অর্থ বিভাগ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আর্থিক হিসাব ব্যবস্থাপনায় একটি অতি গুরুত্বপূর্ণ অংশ। অন্যদিকে সশস্ত্র বাহিনীর অন্যতম অংশ সেনাবাহিনীর আর্থিক ব্যবস্থাপনায় নিরীক্ষা ও হিসাব সংক্রান্ত ভূমিকা পালনকারী দপ্তর এসএফসি (আর্মি) কার্যালয়। এই খাতের হিসাব ব্যবস্থাপনায় প্রধানতঃ সেনা বাহিনীর জন্য মঞ্জুরকৃত বাজেট, উক্ত তহবিল ব্যয়, বিভিন্ন খরচ সংক্রান্ত বিষয়ে সেনাসদর ও সেনা প্রধানকে আর্থিক পরামর্শ প্রদানে দায়িত্বশীল দপ্তর হিসেবে ভূমিকা পালন করাই এসএফসি (আর্মি) কার্যালয়ের প্রধান উদ্দেশ্য।
এছাড়াও এফসি (আর্মি) পে-১ কার্যালয়, এফসি (আর্মি) পে-২ কার্যালয় ও এফসি (আর্মি) লগ এরিয়া কার্যালয়সহ ০৮ (আট)টি এরিয়া ফাইন্যান্স কন্ট্রোলার কার্যালয় এবং এফসি (আর্মি) পে-২ কার্যালয় এর আওতাধীনে মাঠ পর্যায়ের ১২ (বার)টি ফিল্ড পে (এফপিও) অফিসের কার্যাদির তদারকি ও নিয়ন্ত্রণ করাও এ কার্যালয়ের অন্যতম উদ্দেশ্য।
অফিসের অন্যতম কার্যাবলী:
Report Of The Martial Law Committee on Organisational Set-up-১৯৮২ প্যারা-১১ এবং ১২ মোতাবেক সিনিয়র ফাইন্যান্স (আর্মি) কার্যালয়ের দায়িত্ব ও কর্তব্য নিম্নরূপঃ |