English
  • .
  • .
  • .
  • .
সিনিয়র ফাইন্যান্স কন্ট্রোলার (আর্মি) এর কার্যালয় ডিফেন্স ফাইন্যান্স ডিপার্টমেন্ট (ডিএফডি)
মেনু নির্বাচন করুন

দায়িত্ব সনদ (এএফসি,সিলেট)

দায়িত্ব সনদ (এএফসি,সিলেট)

 

এরিয়া ফাইন্যান্স কন্ট্রোলার (আর্মি), সিলেট কার্যালয়টি সিনিয়র ফাইন্যান্স কন্ট্রোলার (আর্মি) কার্যালয়ের প্রশাসনিক নিয়ন্ত্রণাধীন একটি অফিস হিসেবে যথাশীঘ্র আনুষ্ঠানিকভাবে দাপ্তরিক কার্যক্রম শুরুর জন্য অপেক্ষমান। অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ, প্রশাসন-২ অধিশাখা এর পত্র নং- ০৭.০৮২.০০.০০.২৮.০০২.২০১৭-৪৫৫, তারিখ: ২১/১০/২০১৮ খ্রি: এর মাধ্যমে এরিয়া এফসি (আর্মি), সিলেট কার্যালয় গঠনের জন্য এরিয়া ফাইন্যান্স কন্ট্রোলার ১ জন, ডেপুটি ফাইন্যান্স কন্ট্রোলার ১জন, সহকারী ফাইন্যান্স কন্ট্রোলার ১ জন, এসএএস অধীক্ষক ২ জন, অডিটর ১০ জন ও অন্যান্য পদের ৭ জনসহ ২২টি পদ সৃজনে সম্মতি জ্ঞাপন করা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর ক্রমবর্ধমান অগ্রগতির ধারাবাহিকতায় সিলেটে প্রতিষ্ঠিত নবগঠিত ১৭ পদাতিক ডিভিশন, সিলেট সেনানিবাস এর অধীনস্থ সকল ইউনিট/ফরমেশনসহ জালালাবাদ সেনানিবাস, সিলেট এ অবস্থিত এসআইএন্ডটি, প্যারা কমান্ডো ব্রিগেড এবং ৫২ পদাতিক ব্রিগেড এর অধীনস্থ ইউনিট/ফরমেশন সমূহের বেতন-ভাতা ব্যতিত যাবতীয় আর্থিক কর্মকাণ্ড, যেমন এটিজি, ইটিজি, অফিস কন্টিনজেন্সী, অপসমানি, ধৌত, ক্ষৌর ও দর্জি ঠিকাদারের বিল, স্থানীয় ক্রয় বিল ও অন্যান্য আনুষঙ্গিক বিল পাশ, অগ্রিম প্রদান ও সমন্বয়, ঠিকাচুক্তি সমীক্ষা, আর্থিক পরামর্শ প্রদান ও লোকাল অডিট কার্যক্রম পরিচালনার লক্ষ্যে এরিয়া এফসি (আর্মি), সিলেট কার্যালয় প্রতিষ্ঠার জন্য ইতোমধ্যেই এ কার্যালয়ে এরিয়া এফসি মহোদয়সহ ১ জন ডিএএফসি ও ২ জন অডিটর পদায়ন করা হয়েছে। পাশাপাশি সরকারী ব্যয় ব্যবস্থাপনা শক্তিশালীকরণ কর্মসূচী কর্তৃক সম্প্রতি প্রাতিষ্ঠানিক পরিচালন ইউনিট গ্রুপ/কোড ১১৯০৫০৫ এর অধীনে এ কার্যালয়ের অনুকূলে ফিল্ড অফিস প্রাতিষ্ঠানিক আইডি/কোড ১১৯০৫০৫১৪১৩৩৭ প্রদান করা হয়েছে।

অফিসের নাম

টেলিফোন নাম্বার

মোবাইল নাম্বার

ই-মেইল নাম্বার

হটমেইল নাম্বার

আঞ্চলিক অর্থ নিয়ন্ত্রক (আর্মি) এর কার্যালয়

সিলেট সেনানিবাস, সিলেট

নাই

নাই

afcsylhet@cgdf.gov.bd

নাই

করোনাভাইরাসের বিস্তার রোধে এখনই ডাউনলোড করুন Corona Tracer BD অ্যাপ। ডাউনলোড করতে ক্লিক করুন https://bit.ly/coronatracerbd। নিজে সুরক্ষিত থাকুন অন্যকেও নিরাপদ রাখুন। দেশের প্রথম ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্ম 'একদেশ'- এর মাধ্যমে আর্থিক অনুদান পৌঁছে দিন নির্বাচিত সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসমূহে। ভিজিট করুন ekdesh.ekpay.gov.bd অথবা “Ek Desh” অ্যাপ ডাউনলোড করুন। করোনার লক্ষণ দেখা দিলে গোপন না করে ডাক্তারের পরামর্শের জন্য ফ্রি কল করুন ৩৩৩ ও ১৬২৬৩ নম্বরে। করোনাভাইরাস প্রতিরোধে নিয়ম মেনে মাস্ক ব্যবহার করুন। আতঙ্কিত না হয়ে বরং সচেতন থাকুন। ভিজিট করুন corona.gov.bd

ভিডিও ও ম্যাপ