English
  • .
  • .
  • .
  • .
সিনিয়র ফাইন্যান্স কন্ট্রোলার (আর্মি) এর কার্যালয় ডিফেন্স ফাইন্যান্স ডিপার্টমেন্ট (ডিএফডি)
মেনু নির্বাচন করুন

উদ্দ্যেশ্য ও কার্যাবলী

উদ্দ্যেশ্য ও কার্যাবলী

 

উদ্দেশ্য:
  

প্রতিরক্ষা অর্থ বিভাগগণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আর্থিক হিসাব ব্যবস্থাপনায় একটি অতি গুরুত্বপূর্ণ অংশ। অন্যদিকে সশস্ত্র বাহিনীর অন্যতম অংশ সেনাবাহিনীর আর্থিক ব্যবস্থাপনায় নিরীক্ষা ও হিসাব সংক্রান্ত ভূমিকা পালনকারী দপ্তর এসএফসি (আর্মি) কার্যালয়। এই খাতের হিসাব ব্যবস্থাপনায় প্রধানতঃ সেনা বাহিনীর জন্য মঞ্জুরকৃত বাজেট, উক্ত তহবিল ব্যয়, বিভিন্ন খরচ সংক্রান্ত বিষয়ে সেনাসদর ও সেনা প্রধানকে আর্থিক পরামর্শ প্রদানে দায়িত্বশীল দপ্তর হিসেবে ভূমিকা পালন করাই এসএফসি (আর্মি) কার্যালয়ের প্রধান উদ্দেশ্য।

 এছাড়াও এফসি (আর্মি) পে-১ কার্যালয়, এফসি (আর্মি) পে-২ কার্যালয় ও এফসি (আর্মি) লগ এরিয়া কার্যালয়সহ ০৮ (আট)টি এরিয়া ফাইন্যান্স কন্ট্রোলার কার্যালয় এবং এফসি (আর্মি) পে-২ কার্যালয় এর আওতাধীনে মাঠ পর্যায়ের ১২ (বার)টি ফিল্ড পে (এফপিও) অফিসের কার্যাদির তদারকি ও নিয়ন্ত্রণ করাও এ কার্যালয়ের  অন্যতম উদ্দেশ্য।

 

অফিসের অন্যতম কার্যাবলী:

Report Of The Martial Law Committee on Organisational Set-up-১৯৮২ প্যারা-১১ এবং ১২ মোতাবেক

সিনিয়র ফাইন্যান্স (আর্মি) কার্যালয়ের দায়িত্ব ও কর্তব্য নিম্নরূপঃ

  • অফিসের সার্বিক কার্যক্রম পরিচালন করা।
  • আওতাধীন ফাইন্যান্স কন্ট্রোলার ও এরিয়া এফসি অফিসসমূহের নিয়ন্ত্রণ ও তাদের কার্যাবলীর যথাযথ তদারকি।
  • জটিল বিষয়সমূহের ক্ষেত্রে সরাসরি সেনাবাহিনী প্রধানের সাথে আলোচনা করা।
  • বাংলাদেশ সেনাবাহিনীর বাজেট পরিদপ্তর কর্তৃক প্রণীত বাজেট প্রাক্কলন সেনাবাহিনী প্রধান ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিকট পেশ করার পূর্বে রিভিউ, পরীক্ষা নিরীক্ষাপূর্বক পরামর্শ প্রদান।
  • সেনাবাহিনীর বাজেটে নতুন ধরণের কোন প্রস্তাব বাছাই ও নিরুপণে সহায়তা করা।
  • যে সকল বিষয়ে সরকারের অনুমোদন প্রয়োজন সেক্ষেত্রে সহায়তা প্রদান করা।
  • নিয়ন্ত্রণাধীন ফাইন্যান্স কন্ট্রোলার/এরিয়া এফসি অফিসসমূহে প্রতিরক্ষা সার্ভিসের বাজেট বরাদ্দ থেকে খরচের উপর অডিট পরিচালনার জন্য দিক নির্দেশনা ও গাইড লাইন জারি করা।
  • সেনাবাহিনীর সাংবিধানিক নিরীক্ষার ক্ষেত্রে পরামর্শ প্রদান।
  • সেনাবাহিনীর প্রাপ্তি ও ব্যয়ের হিসাব প্রণয়ন (মাসিক, ত্রৈমাসিক ও বাৎসরিক)।
  • উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে অন্যান্য দায়িত্ব পালন।

করোনাভাইরাসের বিস্তার রোধে এখনই ডাউনলোড করুন Corona Tracer BD অ্যাপ। ডাউনলোড করতে ক্লিক করুন https://bit.ly/coronatracerbd। নিজে সুরক্ষিত থাকুন অন্যকেও নিরাপদ রাখুন। দেশের প্রথম ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্ম 'একদেশ'- এর মাধ্যমে আর্থিক অনুদান পৌঁছে দিন নির্বাচিত সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসমূহে। ভিজিট করুন ekdesh.ekpay.gov.bd অথবা “Ek Desh” অ্যাপ ডাউনলোড করুন। করোনার লক্ষণ দেখা দিলে গোপন না করে ডাক্তারের পরামর্শের জন্য ফ্রি কল করুন ৩৩৩ ও ১৬২৬৩ নম্বরে। করোনাভাইরাস প্রতিরোধে নিয়ম মেনে মাস্ক ব্যবহার করুন। আতঙ্কিত না হয়ে বরং সচেতন থাকুন। ভিজিট করুন corona.gov.bd

ভিডিও ও ম্যাপ